বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে ঋণ দেওয়ার সুযোগ মুখ্য সচিবের

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২২
news-image

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে ঋণ পাওয়ার সুযোগ করে দিতে জেলায় জেলায় বিশেষ শিবির আয়োজন করা হবে। রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী  বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

সেখানেই তিনি এই মর্মে নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনকারীরা অনেক সময় আবেদন পত্রে যথাযথ তথ্য না দেওয়ার কারণে অথবা নথিপত্র জমা না দেওয়ায় কার্ড পেতে দেরি হচ্ছে।

সব জেলাশাসককে বলা হয়েছে, আবেদনকারীরা যাতে সমস্ত প্রয়োজনীয় তথ্য দ্রুত জমা দেন, তার ব্যবস্থা করতে হবে। যার জন্য বিভিন্ন ব্যাঙ্কের শাখাতেও বিশেষ ক্যাম্প করা হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ( Student Credit Card ) প্রকল্পের আবেদনকারীরা যাতে সমস্ত তথ্য ও নথি জমা দিতে পারেন সেজন্য ওই শিবির থেকে তাঁদের সব রকম সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ এপ্রিল রাজ্য জুড়ে এধরণের শিবিরের আয়োজন করা হবে।