স্টেশন চত্বরে উচ্ছেদের নোটিশ, প্রতিবাদে আন্দোলনে সামিল হকার্স ইউনিয়ন

পূর্ব রেলের তরফে সম্প্রতি আগরপাড়া স্টেশন চত্বরে উচ্ছেদের নোটিশ পড়েছে। সেই নোটিশের বিরোধিতা করে শনিবার আন্দোলনে নামল আগরপাড়ার স্টেশনের হকার ভাইয়েরা। উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে এদিন তারা স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে মিছিল করে।
হকারদের আন্দোলনের পাশে দাঁড়াল তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি। মিছিল শেষে হকার ইউনিয়নের প্রতিনিধি দল আরপিএফ এবং রেলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।
তারা রেল প্রশাসনকে জানিয়ে দেন, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা যাবে না। রেল হকার্স ইউনিয়নের নেতা গৌর অধিকারী বলেন, উচ্ছেদের প্রতিবাদে সমস্ত হকার ভাইয়েরা একত্রিত হয়ে আন্দোলনে সামিল হয়েছেন। উচ্ছেদের প্রতিবাদে তাদের সংগ্রাম জারি থাকবে।