বগটুই গ্রামে বোমা উদ্ধার
News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২২

বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় রোজই কোনো-না-কোনো নতুন তথ্য সামনে উঠে আসছে। এই পরিস্থিতিতে বগটুই গ্রামে বোমা উদ্ধার কে কেন্দ্র করে নতুন আলোড়ন সৃষ্টি হল।
সূত্রের খবর, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে বোম স্কোয়াডের লোক।
রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর অধীনে এখন বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে।
স্থানীয় সূত্র জানাচ্ছে, ভাদু শেখের হত্যাকাণ্ডে পলাতক পলাশ শেখের বাড়ির পাশের এক পরিত্যক্ত জায়গা থেকে এক জার বোমা উদ্ধার করা হয়।