এবারে নানা দিক থেকে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে সিপিএম সম্মেলন

আগামী সপ্তাহে কেরলে বসছে সিপিএমের ২৩ তম পার্টি কংগ্রেসের আসর। বুধবার অর্থাৎ ৬ এপ্রিল একমাত্র বাম শাসিত রাজ্যের কান্নুরে শুরু হবে সর্বভারতীয় সম্মেলন। নানা দিক থেকে সিপিএমের এবারের সম্মেলন আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।
দলের শ্রমিক ও কৃষক সংগঠন দেশব্যাপী আন্দোলন পরিচালনা করলেও তার সুফল কেন ভোটবাক্সে পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিতর্কের ঝড় উঠতে পারে। পাশাপাশি বিজেপি বিরোধীতায় দলীয় লাইন কী হবে তা নিয়েও বিতর্কের সম্ভাবনা আছে। সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক থাকবেন কিনা সেটা নিয়েও কৌতুহল আছে।
তবে একুশের বিধানসভায় শূন্য হয়ে যাওয়ায় বাংলার পার্টিকে যে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে তা একরকম নিশ্চিত।
বাংলা থেকে কারা দেশের সর্ববৃহৎ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন তা নিয়েও কৌতুহল আছে। সিপিএমের এবারের পলিটব্যুরো তথা কেন্দ্রীয় কমিটি থেকে বিমান বসুর বিদায় নিশ্চিত। বয়সজনিত কারণে রবীন দেব কেন্দ্রীয় কমিটি থেকে সরে যেতে পারেন।
একই কারণে হান্নান মোল্লা কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। তবে সফল কৃষক আন্দোলন পরিচালনার জন্য তাঁকে ব্যতিক্রম হিসেবে কেন্দ্রীয় কমিটিতে রেখে দেওয়া হতে পারে।