উপাচার্যকে গালিগালাজ এবং খুনের হুমকি, গ্রেফতার গিয়াস উদ্দিন মন্ডল

আলিয়া কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ছাত্র নেতা গিয়াস উদ্দিন মন্ডল । ঘটনার দুদিন পর গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে নিউটাউন থেকে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত ছাত্রনেতার মোবাইল ফোন।
উপাচার্যকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ইতিমধ্যেই তাকে বহিষ্কার করেছে টিএমসিপি। উপাচার্যকে চড় মারার হুমকি দিয়েছে এই ছাত্রনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও তে উঠে এসেছে একাধিক অশ্লীল শব্দ।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ঘটনার দিন একাধিকবার পুলিশে ফোন করেও মেলেনি সাহায্য। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।