মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
এপ্রিল ২, ২০২২
news-image

আজ থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে থাকছেন স্পেশাল অবজার্ভার। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে।

এদিকে পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো ও মাথা ঠান্ডা রেখ। তোমরা অবশ্যই সফল হবে।’