৬ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব ১৮.২ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। জবাবে ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।
এদিন টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল ১ রানে ফেরার পর ভাঙনে বাঁধ টানার চেষ্টা করেছিলেন শিখর ধাওয়ান আর ভানুকা রাজাপাকসে। তবে খুব একটা লাভ হয়নি।
শিখর ১৬ রানে করে ফিরলেও ৩১ রান করেছেন ভানুকা। নিজের দ্বিতীয় শিকার লিভিংস্টোটনকে ১৯ রানে ফেরান যাদব। এরপর প্রীতি জিনতার জন্য ২২ গজে ভরসা হতে পারেননি ক্রিকেটার শাহরুখ খান, ফিরেছেন শূন্য রানে।