সঙ্কটে পড়া শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত

শাস্ত্রে আছে বিপন্নের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। ভূ-রাজনৈতিক সম্পর্কের জটিলতা এড়িয়ে সঙ্কটে পড়া শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ।
শ্রীলঙ্কায় জাহাজ বোঝাই ডিজেল পাঠাল ভারত সরকার। তাতে সাময়িকভাবে হলেও শ্রীলঙ্কার জ্বালানি সঙ্কট মিটবে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ব্যাপক ঋণ, ডলারের মজুত তলানিতে এসে ঠেকা, করোনায় ধ্বস্ত অর্থনীতি এবং লাগামছাড়া মুদ্রাস্ফীতি এই চতুর্ফলায় বিদ্ধ হয়ে শ্রীলঙ্কার অর্থনীতি, প্রায় লাটে ওঠার জোগাড়।
পরিস্থিতি এমনই আর কিছুদিন এই পরিস্থিতি চললে দেউলিয়া হয়ে যেতে পারে গোটা দেশ!ইউরোপ থেকে দুটি জাহাজ বোঝাই অয়েল ট্যাঙ্কার শ্রীলঙ্কার বন্দরে এসে অপেক্ষা করলেও তা থেকে তেঋ কিনতে পারছে না সে দেশের সরকার।
কারণ হাতে পর্যাপ্ত ডলার নেই। এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে তেলের দাম বাড়ায় সঙ্কট আরও গভীর হয়েছে।