বারুইপুর থানার মল্লিকপুরে চুরির ঘটনায় ধৃত এক

বারুইপুর থানার মল্লিকপুরে চুরির ঘটনায় ধৃত এক। উদ্ধার ছয় লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা।
গত 26 শে মার্চ বারুইপুর থানার মল্লিকপুর এলাকায় একটি বাড়ি থেকে দিনের বেলায় হানা দিয়ে চুরি হয় বেশ কিছু সোনা এবং রুপোর গহনা। অভিযোগ পেয়েই তদন্তে নামে মল্লিকপুর পুলিশ ক্যাম্পের টিম।
খোঁজখবর করতে ধরা পড়ে মুন্নি খাতুন নামে এক মহিলার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে মেলে দিশা। সেই সুত্র ধরেই গতকাল রাতে মথুরাপুর এলাকায় মুন্নি খাতুনের এক সাগরেদের বাড়ি তল্লাশি চালিয়ে মেলে পাঁচ থেকে ছয় লক্ষ মূল্যের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না।
ধৃত মহিলাকে পুলিশ রিমান্ডে নিয়ে আপাতত তল্লাশি চলছে তাঁর সঙ্গীর খোঁজে।