বন্ধ সফল করতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ

বামেদের ডাকা 48 ঘণ্টা বন্ধ সফল করতে সকাল থেকেই একেবারে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অবরোধের চিত্র ধরা পড়ছে।
আজ সকাল থেকে বেলঘড়িয়া স্টেশন ডাউন ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়ে চলে বামেদের ডাকা বন্ধের সফলতা দাবিতে এ বিক্ষোভ। বেলঘড়িয়া থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরবর্তীতে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
অন্যদি নামখানা ব্লকের ৭ মাইল বাজারে বামেদের কর্মীরা প্রতাকা ও প্লাকার নিয়ে রাস্তায় নেমে পড়েছে। দফায় দফায় শ্লোগান নামখানার রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।