প্রয়াত কর্মীর পরিবারের হাতে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দিলেন নগরপাল বিনীত কুমার

কলকাতা : পুলিশ ড্রাইভার সুদীপ কুমার হাঁসদা ও কনস্টেবল শেখ মহম্মদ নাসিরুদ্দিন। সুদীপ ছিলেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নে, নাসিরুদ্দিন কলকাতা ট্রাফিক পুলিশে।
গত বছর সাঁতরাগাছি স্টেশনের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারান সুদীপ। এই বছরের জানুয়ারিতে মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় প্রাণ হারান নাসিরুদ্দিন।
লালবাজারে ওই দুই প্রয়াত কর্মীর পরিবারের হাতে কুড়ি লক্ষ টাকার দুটি চেক তুলে দেন মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতার প্রধান মহাব্যবস্থাপক শ্রীমতী রুমা দে।