নতুন দুই অধিনায়কের হাত ধরেই শুরু এবারের আইপিএল

চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই পর্দা উঠছে এবারের আইপিএলের ১৫তম আসর।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। তবে এবার বদলে গেছে দুই দলেরই অধিনায়ক। নতুন দুই অধিনায়কের হাত ধরেই শুরু হচ্ছে এবারের আইপিএল।
দিল্লি ক্যাপিট্যালস থেকে আসা শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কলকাতা। অন্যদিকে তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার কাঁধে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।