বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিড় কমাতে তীর্থযাত্রীদের জন্য দুটি পিলগ্রিম স্পেশাল ট্রেন

News Sundarban.com :
মার্চ ২৫, ২০২২
news-image

নিজস্ব প্রতিবেদন: তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় হাল্কা করতে উত্তর-পূর্ব রেল দুটি পিলগ্রিম স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পিলগ্রিম স্পেশাল ট্রেনগুলি আলিপুরদুয়ার জংশন- বনগাঁ জংশন- আলিপুরদুয়ার জংশন এবং লুমডিং জংশন- বনগাঁ জংশন- লুমডিং জংশনের মধ্যে চলবে।

পিলগ্রিম স্পেশাল 05464 নম্বর ট্রেনটি (আলিপুরদুয়ার জংশন– বনগাঁও জংশন  স্পেশাল) সোমবার অর্থাৎ 28শে মার্চ আলিপুরদুয়ার জংশন থেকে 09:00 মিনিটে ছাড়বে৷ বনগাঁ জংশন পৌঁছবে পরের দিন অর্থাৎ 29শে মার্চ 07:00 মিনিটে। অপরদিকে, 05463 নম্বর ট্রেনটি  (বনগাঁ জংশন- আলিপুরদুয়ার জংশন  স্পেশাল) 29শে মার্চ অর্থাৎ মঙ্গলবার 22:50 মিনিটে বনগাঁ জংশন থেকে যাত্রা শুরু করবে। পর দিন অর্থাৎ 30শে মার্চ আলিপুরদুয়ার জংশনে 20:40মিনিটে  পৌঁছবে। এই ট্রেনগুলি মালবাজার, নিউ জলপাইগুড়ি জংশন, মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন এবং ঠাকুরনগর স্টেশন হয়ে চলবে৷

এদিকে 05604 নম্বর পিলগ্রিম স্পেশাল ট্রেনটি (লুমডিং জংশন -বনগাঁ জংশন স্পেশাল) 28শে মার্চ অর্থাৎ সোমবার লুমডিং জংশন থেকে 07:00 মিনিটে ছাড়বে। পরদিন 12:40 মিনিটে বনগাঁ পৌঁছবে। অপর ০৫৬০৩ নম্বর ট্রেনটি (বনগাঁ জংশন-লুমডিং স্পেশাল) 30শে মার্চ বুধবার বনগাঁ জংশন থেকে 00:30 মিনিটে ছাড়বে। পরদিন লুমডিং জংশন 04:15 মিনিটে পৌঁছবে। এই ট্রেনগুলি হোজাই, গুয়াহাটি জংশন, নিউ বোঙ্গাইগাঁও জংশন,  নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জংশন, মালদা টাউন, রামপুরহাট জংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন এবং ঠাকুরনগর স্টেশন হয়ে চলবে৷

আলিপুরদুয়ার জংশন-বনগাঁ জংশন-আলিপুরদুয়ার জংশন পিলগ্রিম স্পেশালে 13টি স্লিপার ক্লাস কোচ এবং 2টি গার্ড ভ্যান এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বসার সুবিধাও থাকবে।এছাড়া  লুমডিং জংশন- বনগাঁ জংশন – লুমডিং জংশন পিলগ্রিম স্পেশাল ট্রেনটিতে 7টি স্লিপার ক্লাস কোচ, 3টি চেয়ার কার, 3টি জেনারেল ক্লাস কোচ এবং 2টি গার্ড ভ্যান থাকবে এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য একই রকম বসার সুবিধা রয়েছে৷

এই ট্রেনগুলির স্টপেজ এবং সময়গুলির বিশদ বিবরণ IRCTC ওয়েবসাইটে পাওয়া যায় এবং উত্তর-পূর্ব রেলের বিভিন্ন সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। রেল যাত্রীদের যাত্রা শুরু করার আগে এই বিবরণগুলি দেখার অনুরোধ করা হচ্ছে।