শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোপনীয়তা রক্ষা করে ভারতে চিনের বিদেশমন্ত্রী ওয়াংই

News Sundarban.com :
মার্চ ২৫, ২০২২
news-image

চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে বৃহস্পতিবার ভারত পৌঁছলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াংই। ২০২০ সালের প্রকৃত রেখা লঙ্ঘন হওয়ার পর এই প্রথম চিনের কোনো মন্ত্রী ভারতে এলেন।

আজ সকাল ১০ টায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াংই। সূত্রের খবর, ভারতের প্রধান মন্ত্রীর সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর বৈঠকের কথা ছিল তবে তা হয়নি।

অজিত দোভালের সঙ্গে কথোপকথনের উদ্দশ্য ছিল পূর্ব লাদাখের প্রকৃত রেখা লঙ্ঘন এলাকায় শান্তি রক্ষা করা।

ভারত সরকার দ্রুত চিনের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য লাদাখের বাকি এলাকা থেকে সমস্ত সৈন্য সরিয়ে নেওয়ায় প্রস্তাব দিয়েছেন।

তিনি আরও বলেন দুই দেশের শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অতি আবশ্যক। এর ফলে ভবিষ্যতে ভারত-চিনের সম্পর্ক অটুট থাকবে।

এদিকে ভারত-চিন রেগুলেশনে কাজ করা প্রতিনিধিদের উন্নতির কথা ভেবে অজিত ডোভাল কে চিনে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রয়োজনে ভারত-চিনের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হবে বলে দুই দেশের আলোচনাভিত্তিক ছাড়পত্র পাওয়া গেছে।