শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রামপুরহাট কান্ড : নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

News Sundarban.com :
মার্চ ২৪, ২০২২
news-image

বৃহস্পতিবার সকালে রামপুরহাটের বগটুই পৌছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দেন তদন্তকারী অফিসারদের।

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আনারুল হোসেনকে গ্রেফতারের কথা বলেন।  ক্ষতিগ্রস্থদের বাড়ি তৈরীতে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।  অতিরিক্ত ৫লক্ষ টাকা তুলে দিলেন ৪ টি পরিবারের হাতে।

বাকি ৪ টি পরিবারের হাতেও তিনি নিজে অর্থ তুলে দেবেন বলে জানান।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুধু মাত্র কয়েক জনের জন্য এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে। পুলিশকে আরো সতর্ক হতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, এই হত্যার পিছনে বড় কোনো ঘটনা রয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।