‘২০২৪ সালের মধ্যে অন্য রাজ্য থেকে আলু বীজ আনতে হবে না আমাদের রাজ্যকে’

আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য। আর মাত্র কয়েক বছরের মধ্যে পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে উন্নত মানের আলুর বীজ উৎপাদনে রাজ্য সম্পুর্নভাবে স্বনির্ভর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
সোমবার রাজ্য বিধানসভায় কৃষি বাজেটের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি বলেন “২০২১ সাল থেকে টিস্যু কালচার করে এখানকার উৎপাদিত আলু বীজ দিয়ে চাষ শুরু হয়েছে পরীক্ষা মূলক ভাবে। ২০২৪ সালের মধ্যে আর অন্য রাজ্য থেকে আলু বীজ আনতে হবে না আমাদের রাজ্যকে”।
পাশাপাশি ধান, তৈল বীজ, ফল তিলের উন্নত ফলনশীল বীজ তৈরি করতে রাজ্যের সাফল্য পেয়েছে বলে তিনি জানান।
কৃষি মন্ত্রী জানান ঝাড়খন্ড,বিহার, উড়িষ্যার মত প্রতিবেশী রাজ্যে এখানে তৈরি উন্নত মানের ধানের বীজ রপ্তানি করা হয়েছে।