খালি পায়েই নিলেন পদ্ম পুরষ্কার, ১২৫ বছরের স্বামী শিবানন্দের!

নিজস্ব প্রতিবেদন: যোগার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সোমবার ১২৫ বছর বয়সী শিবানন্দ পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। তিনি ভারতের গর্ব। স্বামী শিবানন্দ সম্ভবত ভারতের ইতিহাসে সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার বিজয়ী। আপ্লুত তিনিও। একশোর্দ্ধ এই মানুষটি এখনো কত শক্ত, আত্মবিশ্বাসী– তা দেখে গর্বিত এবং অনুপ্রাণিত দেশের মানুষ।
পুরস্কারগ্রহণের আগে শিবানন্দের মুদ্রা দেখে সবাই ভীষণ উচ্ছ্বসিত। এই যোগগুরুর সামনে মাথা নোয়ালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগে ১২৫ বছর বয়স্ক শিবানন্দ সকলের সামনে নতজানু হন।কত সহজ, সরল একজন মানুষ যিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
উল্লেখযোগ্য যে, সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রাক্তন সেনা কর্তা বিপিন রাওয়াত (মরণোত্তর) সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবং ১২৫ বছর বয়সী স্বামী শিবানন্দও পেলেন পুরস্কার। তিনি পুরস্কার গ্রহণ করেছেন।
শিবানন্দকে রাষ্ট্রপতি কোবিন্দ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন।