এবার স্কুল পড়ুয়াকে নেভি ব্লু-সাদা পোশাক পরতে হবে, থাকবে বিশ্ববাংলার লোগো

এবার থেকে স্কুল পড়ুয়াদের পোশাকে আসছে বড়সড় পরিবর্তন। রবিবার এমনটাই জানালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে।
জানা গিয়েছে, স্কুলের প্রত্যেক পড়ুয়াকে এবার থেকে নেভি ব্লু-সাদা পোশাক পরতে হবে। পোশাকে থাকবে বিশ্ববাংলার লোগো।
অন্যদিকে, সমস্ত স্কুলের পোশাক এক হওয়ায় নির্দিষ্ট স্কুলের পড়ুয়া ও বহিরাগত পড়ুয়াদের কীভাবে আলাদা করা যাবে, সেই প্রশ্ন উঠছে।
অনেকে আবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনে রাজনীতির গন্ধও পাচ্ছেন।