মহেশতলায় পথদুর্ঘটনায় মৃত এক, হসপিটালে উত্তেজিত স্থানীয়র সাথে পুলিশের লাঠিচার্জ

ঘটনাটি মহেশতলার বজবজ ইএসআই হাসপাতালের সামনে বজবজ ট্রাঙ্ক রোডের উপর। বজবজের দিক থেকে মহেশতলা বাটার দিকে যাবার সময় ইএসআই হাসপাতালের সামনে রাস্তায় রাখা অস্থায়ী গার্ড ওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক বাইক আরোহী যুবক।
ধাক্কা মরার পর ছিটকে পড়ে রাস্তার উপরে। ঘটনার পরে স্থানীয়রা তাকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই স্থানীয় এবং মৃতের পরিবারের লোকজন বজবজ ইএসআই হাসপাতাল এলে উত্তেজনা সৃষ্টি হয়।
হাসপাতালে ভাঙচুর করে পরিবারের লোকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গেলে মৃতের পরিবারের লোকজনের সাথে পুলিশের বচসা শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি বজবজ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডি.পি.জে.এম রোডে। মৃতের নাম সোমনাথ সাউ, বয়স ৩২। এই ঘটনায় মহেশতলা থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে।