৪ উইকেটে ভারত হারলেও বিশ্বরেকর্ড গড়লেন ঝুলন গোস্বামী

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে ভারত হারলেও বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হলেন ‘চাকদহ এক্সপ্রেস’। ব্যাটিং বিপর্যয়ের কারণে হারের মুখ দেখেছেন মিতালি রাজরা।
কিন্তু দল হারলেও ব্যক্তিগত নজির গড়েছেন বাংলার ঝুলন। ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্টনে উইকেট নিয়ে তিনি বিশ্বরেকর্ড করেন।
ম্যাচটিতে ৭ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন ঝুলন। মহিলাদের একদিনের ক্রিকেটে ১৯৯ ম্যাচে ২৫০ উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী।