কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে

রাজ্যে তাপমাত্রা বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই বেড়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। বুধবার ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি আরও বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।