বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চিত করছে : চন্দ্রিমা ভট্টাচার্য

News Sundarban.com :
মার্চ ১৫, ২০২২
news-image

জিএসটি ক্ষতিপূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চিত করছে বলে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন।

রাজ্য বিধানসভায় আজ বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে তিনি বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে ৯০ হাজার কোটি টাকা প্রাপ্য বকেয়া রাখার অভিযোগ করেন।

তিনি বলেন করোনা পরিস্থিতিতে সব রাজ্যেই জিএসটি বাদে সমস্ত রাজস্ব আদায় মার খেয়েছে।অথচ জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় সরকার এখনও নীরব কেনো তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন অর্থমন্ত্রী।

পাশাপাশি তিনি প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানান। বিরোধী দলের বিধায়করা বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগ খারিজ করে দিয়ে অর্থ দফতরের সদ্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের বিধায়করা বলছেন উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে না। উত্তরবঙ্গ উন্নয়নের দফতরের বরাদ্দ হয়েছে ৭৯৭.৪২ কোটি টাকা।