মঙ্গলবার পুরপ্রধান হিসেবে ফের শপথ নিলেন গোপাল সাহা

সোমবার অনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে কামারহাটি পুরসভার পুরপ্রধানের নাম। মঙ্গলবার পুরপ্রধান হিসেবে ফের শপথ নিলেন গোপাল সাহা।
দ্বিতীয়বার শপথ নিয়ে গোপাল সাহা বলেন, মানুষের চাহিদা মেনে বকেয়া উন্নয়ন শেষ করতে হবে।
সকল কাউন্সিলরদের কাজ করতে হবে। উপ-পুরপ্রধান ও অন্যান্য পারিষদ নিয়ে গোপাল বাবুর বক্তব্য, পুরপ্রধানের মাধ্যমে উপ-পুরপ্রধান ও সি আই সি-দের স্থির করা হয়।
এবারে লিখিতভাবে এখনও প্রস্তাব আসেনি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।