শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাটারি চালিত দুচাকা ও চার চাকার গাড়ির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব

News Sundarban.com :
মার্চ ১৪, ২০২২
news-image

 পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়ির ব্যবহারে উত্সাহ দিতে চায় রাজ্য সরকার। তাই আগামী দুবছরের জন্য ব্যাটারি চালিত দুচাকা ও চার চাকার গাড়ির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব করা হয়েছে রাজ্য বাজেটে।

পাশাপাশি, এবারের বাজেটে পেট্রল ও ডিজেলের উপর নির্ভরশীলতা কমাতে সিএনজি গাড়ি চালকদের জন্য স্বস্তির বার্তা দেওয়া হয়েছে।

কার্বন ফুটপ্রিন্ট ও পেট্রল-ডিজেলের উপর নির্ভরতা কম করতে সিএনজি চালিত যানবাহনের উপরও ২০২২-২৩ আর্থিক বর্ষ থেকে দু বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নিঃসন্দেহে এর ফলে সিএনজি চালিত গাড়ি ও ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক গাড়ির মালিকেরা লাভবান হবেন। পাশাপাশি এই পরিবেশ বান্ধব গাড়িগুলির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়বে।