শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়তে চলেছেন বাবুল সুপ্রিয় ও শত্রুঘ্ন সিনহা

News Sundarban.com :
মার্চ ১৪, ২০২২
news-image

বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করল তৃণমূল। এদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে চলেছেন শত্রুঘ্ন সিনহা।

রবিবার টুইটে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দু-দুবার জিতেছিলেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন বাবুল ।

অন্যদিকে আসানসোল লোকসভায় প্রার্থী করা হয়েছে বিজেপির আরও এক প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে।

শত্রুঘ্ন বিজেপিতে মোদির কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন শত্রুঘ্ন। একসময় অটল বিহারি বাজপেয়ীর প্রিয়পাত্র এই নেতাকে পরে যশবন্ত সিনহার সঙ্গেই বিজেপি ছেড়ে দিতে হয়। সেই শত্রুঘ্নকেই এবার পাদপ্রদীপের আলোয় নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।