ত্রিপুরায় সিপিএম শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই নিয়েও কৌতূহল আছে রাজনৈতিক মহলে

আগামী বছরের শুরুতেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। হাতেগোনা আর কটা মাস বাকি আছে। স্বাভাবিকভাবেই তাল ঠোকা শুরু করে দিয়েছে সব পক্ষ। তবে এবারের ত্রিপুরার নির্বাচন বহুমুখী প্রতিদ্বন্দিতায় রঙিন হয়ে উঠবে বলে অনুমান রাজনৈতিক মহলের।
বিপ্লব দেবের বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যেমন জল্পনা আছে, তেমনই প্রধান বিরোধী দল সিপিএম শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই নিয়েও কৌতূহল আছে রাজনৈতিক মহলে। সদ্য সিপিএমের রাজ্য সম্মেলন শেষ হয়েছে। সেখানে অস্থায়ী দায়িত্বের পর স্থায়ী রাজ্য সম্পাদক হয়েছেন জনজাতি মুখ জিতেন্দ্র চৌধুরী।
অর্থাৎ বার্তা স্পষ্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে বামেরা। মানিক সরকারের ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কারোর মনে কোনও প্রশ্ন নেই।
তিনি দীর্ঘদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলে এসেছেন। এই মুহূর্তে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সিপিএমের পলিটব্যুরো সদস্য। তবে সিপিএমের অন্দরের যে মানিক বিরোধিতার একটা চোরা স্রোত বয়ে যাচ্ছে তা কান পাতলেই স্পষ্ট হয়ে যাবে।
সিপিএমের একাংশের অভিযোগ, বিপ্লব দেব সরকারের অপশাসন ও গুন্ডাগারদির বিরুদ্ধে যতটা সরব হওয়া উচিত ছিল ততটা সরব নন মানিক।