পশ্চিমবঙ্গে দেখা গেল আম আদমি পার্টির পোস্টর

বারাসাত: দিল্লির পর পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার গড়ে ফেলার পর পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির পোস্টর পড়তে শুরু করল ।
উত্তর 24 পরগনা জেলার বারাসাত নবপল্লী 7/8 নম্বর ওয়ার্ড যেখানে তৃণমূল এর খাসতালুক সেখানেই আম আদমি পার্টির পোস্টার দেখা গেল । উল্লেখ্যোগ্য ভাবে স্লোগান করা হচ্ছে নোংরা রাজনীতি কে করতে সাফ বাংলায় এবার আসছে আপ ।
পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টির কনটেস্ট করবে বিভিন্ন জায়গাতে তারা প্রার্থী দেবে এমনটাই দাবি তাদের ।