পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ, পুলিশ অফিসারের মানবিক ও তৎপর পদক্ষেপ

মাধ্যমিকে বারুইপুর পুলিশ জেলার মানবিক ও তৎপর পদক্ষেপ। আজ বারুইপুর পুলিশ জেলার জয়নগরে পি সি পাল ইন্সটিটিউট-এ পরীক্ষা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থিণী।
তাঁকে তৎক্ষণাৎ পুরসভার মাতৃমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করে দেয় জয়নগর থানার কর্তব্যরত পুলিশ অফিসার।
অপরদিকে ক্যানিং থানার এলাকায় আজ নালিয়াখালি বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থতা বোধ করে আর এক পরীক্ষার্থিণী।
Ambulance এ টিচার-ইন-চার্জসহ সেই পরীক্ষার্থিণীকে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে ক্যানিং থানা।
কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়া বারুইপুর পুলিশ জেলাতে নির্বিঘ্নেই চলছে এবছর মাধ্যমিক পরীক্ষা।