একাংশ ধরেই নিয়েছিল উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস

বছর কুড়ি আগে দেবভূমি নিয়ে তৈরি হয়েছিল উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ ভেঙে এই পাহাড়ি রাজ্যটি তৈরি হয়। তারপর কংগ্রেস ও বিজেপির মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে সরকার গঠনের রেওয়াজ চলেছে। অনেকটা কেরলের মতো পাঁচ বছর এই দল ক্ষমতায় তো পরের পাঁচ বছর অন্যে।
কিন্তু কেরলের সঙ্গে কি অদ্ভুত সাদৃশ্য!একুশের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরলে টানা দ্বিতীয়বার ক্ষমতা ধরে রাখে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। উত্তরাখণ্ডেও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। আসন সংখ্যা কমলেও ক্ষমতা ধরে রাখল বিজেপি।
ভোট ও আসন সংখ্যা অনেকটা বাড়িয়েও ক্ষমতা থেকে বেশ কিছুটা দূরে দৌড় থামল কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব শুরুর পর থেকেই বারবার দাবি উঠেছে উত্তরাখণ্ড বিজেপির হাতছাড়া হতে চলেছে।
কংগ্রেসের একাংশ ধরেই নিয়েছিল তারা আর কোনও রাজ্যের সফল হোক বা না হোক রীতি মেনে উত্তরাখণ্ডে ক্ষমতায় ফিরতে চলেছে। সেটা আঁচ করেই জাতীয় রাজনীতি ছেড়ে ফের রাজ্যে মনোনিবেশ করেন হরিশ রাওয়াত। উত্তরাখণ্ডের এই প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লালকুঁয়া কেন্দ্রে ভোটেও দাঁড়িয়ে পড়েছিলেন।