শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বীরভূমে নেতাজী সংস্কৃতি মঞ্চের রজতজয়ন্তী বর্ষ উদযাপন 

News Sundarban.com :
মার্চ ৭, ২০২২
news-image

নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ বীরভূমের কলেশ্বরে   নেতাজি সংস্কৃতি মঞ্চের রজতজয়ন্তী বর্ষ পুর্তি উপলক্ষে হয়ে গেল এক বিরাট অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট অধ্যাপক বিদিত কুমার দাস ও ‘নয়াপ্রজন্ম ‘ পত্রিকার সম্পাদক কাঞ্চন সরকারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

প্রথমে একমিনিট নিরবতা পালন এবং তারপর তাদের নিয়ে বক্তব্যও রাখা হয় অনেকক্ষণ। বক্তব্য রাখেন নেতাজি সংস্কৃতি মঞ্চের সম্পাদক হিমাদ্রি শেখর দে, প্রাক্তন ন্যায়াধীশ শ্যামল গুপ্ত, লক্ষীনারায়ণ চক্রবর্তী, শ্রীমন্ত সরকার,বিকাশ দাস প্রমুখ। এছাড়াও নেতাজী সুভাসচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে একটি দীর্ঘ ও মূল্যবান বক্তব্য রাখেন ডঃ মৃণালকান্তি দাস মহাশয়।

এরপর শুরু হয় কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করেন শুভ্র মুখোপাধ্যায়, দীপান্বিতা সাহা, স্বপন মুখোপাধ্যায় প্রমুখ। বহু গুণিজন ও কবি সাহিত্যিক এখানে উপস্থিত ছিলেন। সমস্ত কবি সাহিত্যিকদের কপালে চন্দনের ফোঁটা, উত্তরীয় ও স্মারক দিয়ে সন্মানিত করা হয়। সেই সাথে সন্মানিত করা হয় মোহনা ও ত্রিনয়নী গোষ্ঠীকেও।