শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ইউক্রেনে হামলার মধ্যে নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল ফ্রান্স

News Sundarban.com :
মার্চ ৩, ২০২২
news-image

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে হামলার মধ্যে নাগরিকদের রাশিয়া ছাড়তে বলল ফ্রান্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, ফরাসি সরকার রাশিয়ায় থাকা তার নাগরিকদের বলেছে, যদি সেখানে থাকা আপনাদের জন্য ‘জরুরি’ না হয় তবে দ্রুত রাশিয়া ছাড়ুন।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেশটির নাগরিকদের রাশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। ইতোমধ্যে দুই পক্ষেরই কয়েক হাজার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইউক্রেনের।