শ্যামনগর রেলগেটে রেল অবরোধ, পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা

ভোট লুঠ ও ছাপ্পা ভোটের প্রতিবাদে বিজেপির বনধকে ঘিরে সোমবার বেলায় রণক্ষেত্র হয়ে উঠল শ্যামনগর স্টেশন চত্বর। এদিন বেলা ১২-১৫ নাগাদ বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জির নেতৃত্বে শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেটে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে। .
তখন দুপক্ষের মধ্যে তীব্র বচসা বেধে যায়। ঠিক ১২-৩৫ নাগাদ তৃণমূল নেতা পঙ্কজ দাস ও রানা দাসের নেতৃত্বে দলবল এসে বিজেপি কর্মীদের ঝান্ডা কেড়ে তাদের পেটায় পুলিশের উপস্থিতিতেই। তৃণমূল নেতা পঙ্কজ দাসের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবুও মানুষের হয়রানি করে ওরা রেল অবরোধ করেছিল।
মানুষের ভোগান্তি দূর করতে অবরোধ তুলে দেওয়া হয়। সাংসদ অর্জুন সিং বলেন, তার প্রচন্ড জ্বর। তাই অবরোধ কর্মসূচিতে যেতে পারেনি। তবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ভেজিটেরিয়ান আন্দোলন ছেড়ে জঙ্গি আন্দোলন করার পরামর্শ সাংসদ অর্জুন সিংয়ের।