বাংলা বনধের ডাক দিল বঙ্গ বিজেপি

আগামীকাল সোমবার বাংলা বনধের ডাক দিল বঙ্গ বিজেপি।
সপ্তাহের প্রথমদিনেই সকাল ৬টা থেকে রাজ্যের সর্বত্র বনধ পালিত হবে বলে জানা গিয়েছে।
১২ ঘন্টার এই বনধ ডাকা হয়েছে। মুলত সন্ত্রাসের অভিযোগেই এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। দলের তরফে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বনধের ঘোষণা করে বলেন, শুধু রাজনৈতিক দল নয়। সমাজের সর্বস্তরের মানুষ এই বনধের সমর্থনে এগিয়ে আসুক।