শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনে আটকে এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে খোলা হয়েছে কন্ট্রোল রুম

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২২
news-image

ইউক্রেনে  আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর রাজ্য সরকার। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ।

ঠিক কতজন সেখানে আটকে আছেন সে বিষয়ে জেলা স্তর থেকে দ্রুত তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বিদেশ মন্ত্রকের সঙ্গেও। এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের অন্তত ১২ জন পড়ুয়া সহ প্রায় ৩৫ জন ইউক্রেনে আটকে রয়েছেন।

নবান্ন সূত্রে খবর, উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে তাদের পরিবার এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আটকে থাকা মানুষদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এইজন্যে একজন আইএএস আধিকারিকের নেতৃত্বে নবান্নে রাজ্য স্তরের একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

যার ফোন নাম্বার ২২১৪ ৩৫২৬ এবং ১০৭০। সকাল ৯টা থেকে রাত নটা পর্যন্ত এই কন্ট্রোল রুম কাজ করবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।