রাশিয়ার দুটি বেসামরিক জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

আজভ সাগরে থাকা রাশিয়ার দুটি বেসামরিক জাহাজে ইউক্রেনের সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি রুশ কর্তৃপক্ষের । বৃহস্পতিবার রুশ সিকিউরিটি সার্ভিস এফএসবি এই তথ্য জানায়।
এফএসবি জানায়, ওই ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের এক নাবিক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের বন্দর নগরী ম্যারিউপোল থেকে এই হামলা চালানো হয়।
এফএসবির সীমান্তরক্ষা বিভাগ ক্রাসনোডর শাখা জানিয়েছে, আক্রান্ত দুটি জাহাজের একটি হলো তেলবাহী ‘এসজিভি-ফ্লট’ এবং অপরটি হলো ‘সেরাফিম সারোভস্কি’ নামে সাধারণ কার্গো জাহাজ। আহত নাবিকের অবস্থা গুরুতর। তবে আগুন নেভানো হয়েছে।
এর আগে ইউক্রেনে রাশিয়ান আক্রমণ চলায় রুশ সামুদ্রিক ট্রাফিক কর্তৃপক্ষ আজভ সাগরে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।