শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা মেডিক্যাল কলেজে ‘চরক শপথ’ নিয়ে বিতর্ক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২২, ২০২২
news-image

কলকাতা মেডিক্যাল কলেজে ‘চরক শপথ’ নিয়ে চরম বিতর্ক। অভিযোগ, প্রথম বর্ষের প্রথম ক্লাসেই ডাক্তারি পড়ুয়াদের নেওয়ানো হয়েছে বিতর্কিত ‘চরক’ শপথ।

যা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। সিনিয়র পড়ুয়াদের অভিযোগের তির কলকাতা মেডিক্যাল কলেজে কর্তৃপক্ষের দিকে। আর কর্তৃপক্ষের দাবি, গোটা ঘটনাটাই হয়েছে, ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে।

মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা অধ্যক্ষ রঘুনাথ মিশ্র-র কাছে ডেপুটেশন জমা দিয়েছেন।

তাদের দাবি, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে কোনওরকম লিখিত নির্দেশ না থাকলেও কার্যত স্বতঃপ্রণোদিত হয়ে ডাক্তারি পড়তে আসা প্রথম বর্ষের পড়ুয়াদের প্রথম দিনে প্রথম ক্লাসেই নেওয়ানো হয়েছে চরক শপথ। যদিও কর্তৃপক্ষ তাদের বক্তব্যে অনড়।