বুধবার বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক নবান্ন সভাঘরে

আসন্ন বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন। আগামী সপ্তাহে বুধবার নবান্ন সভাঘরে রাজ্যস্তরের প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পপতি ছাড়াও বনিকসভার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
বৈঠকে শিল্প সম্মেলন ছাড়াও গভীর সমুদ্র বন্দর, বীরভূমের দেউচা পাচামী প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে ।
রাজ্যে আগামী ২০ ও ২১ এপ্রিল বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন রয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিজিবিএসে রাজ্য সরকার তাজপুর সমুদ্র বন্দর, দেউচা পাচামির কয়লা খনি প্রকল্প এবং উত্তরবঙ্গে পর্যটন, চা ও ফল প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষভাবে তুলে ধরতে চাইছে।