বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে সরব বিজেপি সাংসদ

সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :-বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির দাবীতে এবার সরব হলেন জেলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
এক সাংবদিক বৈঠকে সাংসদ তথা মন্ত্রী বলেন 2014 সালে কেন্দ্রীয় সরকার বাঁকুড়া মেডিক্যালে সুপার স্পেশলিটি ব্লক গড়ার জন্য অর্থ বরাদ্দ করে।
কিন্তু ভবন নির্মাণ ও চালু করতে অনেক সময় পেরিয়ে গেছে। এতদিন পরেও শুধুমাত্র ডাক্তার ও নার্সের অভাবে আউটডোর টুকু শুধুমাত্র চালু হয়েছে। এখনো পর্যন্ত রোগী ভর্তির কোনো ব্যবস্থা নেই।
সুভাষ বাবু জানান রাজ্য সরকারের কাছে দাবি করছি যত দ্রুত সম্ভব পর্যাপ্ত ডাক্তার ও নার্সের ব্যবস্থা করে সুপার স্পেশলিটি ব্লকে রোগী ভর্তির ব্যবস্থা করুক।
বাঁকুড়া মেডিকেল এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান ইতিমধ্যেই তারা রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের প্রয়োজনের কথা জনিয়েছেন এবং তারা আশাবাদী দ্রুত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করে রূগী ভর্তি চালু করবে।