দার্জিলিং পুরসভাতেও জয়ের ধারা অব্যহত রাখতে গৌতমের উপর দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ির পুরনিগমে তৃণমূলের জয়ের ধারা দার্জিলিং পুরসভাতেও অব্যহত রাখতে গৌতম দেবের ওপর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৭ ফেব্রুয়ারিতে দার্জিলিং পুরসভা নির্বাচন । দার্জিলিংএর দায়িত্ব পেয়ে একেবারে শিলিগুড়ির আদলে সমর্থন আদায়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের সাথে বৈঠক করার পরিকল্পনা নেন গৌতম দেব।
সেইমতো বৃহস্পতিবার দার্জিলিং এর ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠক করেন গৌতম দেব।
বৈঠকে বোর্ডের ১৬ জনের মধ্যে ১২ জন এদিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গৌতম দেব জানান সকলের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছে।
তারা তৃণমূলকে সমর্থন করতে রাজী আছেন। বাকি যারা আসেননি তাদের সাথে ফোনে কথা বলে নেবেন।