বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ঈশান ঝড়ে দূরমুশ টপ অর্ডার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৭, ২০২২
news-image

প্রথমে ভালো ছন্দে থাকা কেদার দেওধারকে সুদীপ চ্যাটার্জীর তালুবন্দি করানোর পরে প্রত্যুষ শর্মাকে লেগ বিফোর করলেন এবং তার দুই ওভার বাদে শিবালিক শর্মাকে নিজের তুতোভাই অভিষেকের দস্তনাবন্দী করলেন ঈশান।

এরপরে আকাশদীপ ইনিংসের ২০তম ওভার বল করে ক্রুনাল পাণ্ড্য ও অভিমান্যুসিং রাজপূতকে তুলে নেন।

এক সময় ৪১-০ থেকে বর্তমানে বরোদা ২০ ওভার শেষে ৬৪-৫।