সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল থেকে পদত্যাগ করলেন অশ্বিনী কুমার

দল ছাড়লেন অশ্বিনী কুমার । কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দল থেকে পদত্যাগ করেন তিনি। দল ছাড়ার কারণও জানিয়েছেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী।
মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক ত্যাগ করলেন তিনি। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে অশ্বিনী জানিয়েছেন, “বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পরে, এই সিদ্ধান্তে পৌঁছেছি।
বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে দলের বাইরে যেতে চাই।৷” তাঁর ইস্তফা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন।
তিনি পাঞ্জাব থেকে ১৪ বছর রাজ্যসভার সাংসদও ছিলেন এবং গত ইউপিএ সরকারে বেশ কয়েকটি দায়িত্বও সামলেছেন তিনি।