নবনির্বাচিত কাউন্সিলরদের মানুষের জন্য কাজের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মমতা বন্দ্য়োপাধ্যায় সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি পুরনিগমের জয়ী তৃণমূল প্রার্থীরা।
নবনির্বাচিত কাউন্সিলরদের মানুষের জন্য কাজের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বার্তা, “মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। বেশি চাহিদা করা যাবে না। আমি নিজে পুরবোর্ডের মনিটরিং করব।” মঙ্গলবার গৌতম দেবকে পাশে নিয়ে উত্তরকন্যায় নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, “মানুষ যেন কোনও অভিযোগ করতে না পারে।
সকলকে এলাকায় ভাল করে কাজ করতে হবে। কলকাতাকে দেখলে যেমন সকলে বলে, ‘বদলে গিয়েছে’। রাজারহাটকে দেখলে বলে, ‘আন্তর্জাতিক স্থান হয়ে গিয়েছে’। সেই লক্ষ্য শিলিগুড়িতেও নিতে হবে। বেশি চাহিদা না যাবে না।
মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। আমি নিজে মনিটরিং করব। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে আমাকে জানাতে হবে।” তিনি নির্দেশ দেন, প্রকল্প রূপায়ন ও নজরদারি নিয়ে শিলিগুড়িতে একটি কমিটি গঠন করতে হবে। ফল চারে ৪! আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরনিগমের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে ঘাসফুল শিবিরকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে শিলিগুড়ি জয়।