বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষ এবারও শাসকদলের বিরুদ্ধেই রায় দেবে : অশোক ভট্টাচার্য

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৩, ২০২২
news-image

শিলিগুড়ি পুরবোর্ড দখলে আত্মবিশ্বাসী সিপিএম। তবে প্রয়োজনে কংগ্রেসের সাহায্য নেব। এক অনুষ্ঠানে জানিয়ে দিলেন সিপিএম নেতা ও শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। গতকাল ভোট দেওয়ার পর বেরিয়ে এসে অশোক ভট্টাচার্য বলেন, ‘মানুষ এবারও শাসকদলের বিরুদ্ধেই রায় দেবে।

কারণ শাসকদলের ঔদ্ধত্য। ওদের মাতব্বরি, দম্ভের বিরুদ্ধেই মানুষ মত প্রকাশ করবে। শিলিগুড়ি করপোরেশনের নির্বাচনে বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং তারাই বোড গঠন করবে।’

পুরভোটে বাম ও কংগ্রেসের সার্বিক সমঝোতা হলে কি ভালো হত? এক প্রশ্নের উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, ‘অবশ্যই এটাই মনে করি। এমনকি শিলিগুড়িতেও ৪টি আসনে আমরা কংগ্রেসকে সমর্থন করছি। তবে সার্বিক সমঝোতা হলে ভালো হত। কেন তা হয়নি তার মধ্যে যাচ্ছি না। এতে দু’পক্ষই লাভবান হত।’

বামেরা সংখ্য়া গরিষ্ঠতা না পেলে যদি আমাদের সহযোগিতা চায় তাহলে অবশ্যই হাত বাড়িয়ে দেব।  অশোক ভট্টাচার্যের মন্তব্যের পর জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সংবাদমাধ্যমে অধিরী চৌধুরী বলেন, ‘আগেও বামেদের সমর্থন করেছিলাম। বামেরা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় ও আমাদের সাহায্য চায় তাহলে একশোবার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’ -zee24