লিয়াম লিভিংস্টোনকে বিরাট অঙ্কে দলে নেয় পাঞ্জাব

আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামেই আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। নিলামের প্রথম দিনে তারকা ক্রিকেটারদের নিয়ে টানাটানি চলে বিস্তর। চমকে দেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও।
আপাতত নিলামের প্রথম দিনের শেষে অর্ধেক স্কোয়াড গড়ে নিয়েছে সব দল। দ্বিতীয় দিনে ১০টি দলকেই সম্পূর্ণ করতে হবে তাদের স্কোয়াড। গতকালের মত সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ আজও ব্যাঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়ার দিকে।
এডেন মার্করামকে কিনে নিল হায়দরাবাদ
১ কোটি টাকা ভিত্তিমূল্যে এডেন মার্করামকে দলে নিতে আগ্রহ দেখায় পাঞ্জাব ও হায়দরাবাদ। পরে লড়াইয়ে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত মার্করামকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
আজিঙ্কা রাহানেকে দলে নিল কেকেআর
১ কোটি ভিত্তিমূল্যে আজিঙ্কা রাহানের জন্য দর হাঁকে একমাত্র কেকেআর। কলকাতা ভিত্তিমূল্যেই দলে নেয় রাহানেকে।
ডেভিড মালান অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে ডেভিড মালান অবিক্রিত থাকেন।
মন্দীপ সিংকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের মন্দীপ সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও দিল্লি। শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকায় মন্দীপকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অবিক্রিত মার্নাস ল্যাবুশান
টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান আপাতত আইপিএলে দল পেলেন না।
অবিক্রিত ইয়ন মরগ্যান
কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান এবারের আইপিএলে অবিক্রিত।
দল পায়নি সৌরভ তিওয়ারি, অ্যারন ফিঞ্চ ও চেতেশ্বর পূজারা। ৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে ছিলেন সৌরভ তিওয়ারি। গতবারের মত এবারের নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এদিকে প্রথম রাউন্ডে দল পায়নি চেতেশ্বর পূজারাও।
লিয়াম লিভিংস্টোনকে বিরাট অঙ্কে দলে নেয় পাঞ্জাব
১ কোটি টাকা ভিত্তিমূল্যে লিয়াম লিভিংস্টোনের জন্য দর হাঁকে কেকেআর। লড়াইয়ে যোগ দেয় সিএসকে, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। হায়দরাবাদ শেষ মুহূর্তে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় লিভিংস্টোনকে।
ডমিনিক ড্রেকসকে দলে নিল গুজরাট টাইটানস
৭৫ লক্ষ টাকা ভিত্তিমূলের ডমিনিক ড্রেকসের জন্য দর হাঁকে গুজরাট ও আরসিবি। শেষমেশ ১ কোটি ১০ লক্ষ টাকায় ড্রেকসকে দলে নেয় গুজরাট টাইটানস।
অবিক্রিত জেমস নিশাম
১ কোটি ৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। কিউই তারকাকে পরের দিকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
জয়ন্ত যাদবকে দলে নিল গুজরাট টাইটানস
জয়ন্ত যাদবকে দলে নিতে আগ্রহ দেখায় লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট। শেষমেশ ১ কোটি ৭০ লক্ষ টাকায় গুজরাট টাইটানস দলে নেয় জয়ন্তকে। এরপর ১ কোটি ৪০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় বিজয় শঙ্করকে। পরপর তিনজন ক্রিকেটারকে কিনে নেয় গুজরাট।
ক্রিস জর্ডন অবিক্রিত
বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলে বেড়ানো অভিজ্ঞ ব্রিটিশ তারকাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
ওডিন স্মিথকে দলে নেয় পাঞ্জাব কিংস
ওডিন স্মিথের জন্য দর হাঁকে পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দীর্ঘ লড়াই শেষে ওডিন স্মিথকে ৬ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব কিংস।
মার্কো জানসেনকে দলে নেয় হায়দরবাদ
৪ কোটি ২০ লক্ষ টাকায় প্রোটিয়া তারকাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
শিবম দুবেকে দলে নেয় চেন্নাই
৪ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস দলে নেয় শিবম দুবেকে।
কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নেয় লখনউ
৯০ লক্ষ টাকায় কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
ইশান্ত শর্মা অবিক্রিত
১ কোটি ৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। টিম ইন্ডিয়ার তারকা পেসার এবার আইপিএলে দল নাও পেতে পারেন, এমন আশঙ্কা করা হচ্ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হতে পারে।
খলিল আহমেদকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
৫ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নেয় খলিলকে।
লখনউ সুপার জায়ান্টসে দুষ্মন্ত চামিরা
৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের দুষ্মন্ত চামিরার জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি। শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুকে টপকে চামিরাকে ২ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
লুঙ্গি এনগিডি অবিক্রিত
৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের লুঙ্গি এনগিডির জন্য কেউ দর হাঁকেনি। তিনি প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
চেতন সাকারিয়াকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি।
সন্দীপ শর্মাকে দলে নেয় পাঞ্জাব কিংস
ভিত্তিমূল্যেই সন্দীপ শর্মার জন্য একা দর হাঁকে পাঞ্জাব কিংস। সেই দামেই তাকে দলে নেয় পাঞ্জাব।
২ কোটি ৬০ লক্ষ টাকায় নভদীপকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
শেল্ডন কটরেল অবিক্রিত
৭৫ লক্ষ টাকা ভিত্তিমূল্যে শেল্ডন কটরেল অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
জয়দেব উনাদকাটকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স
৭৫ লক্ষ টাকা জয়দেব উনাদকাটের জন্য দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্স ১ কোটি ৩০ লক্ষ টাকাতে দলে নেয় উনাদকাটকে।
নাথান কোল্টার-নাইল অবিক্রিত
২ কোটি টাকা ভিত্তিমূল্যে নাথান কোল্টার-নাইল প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন।
মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স
৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে মায়াঙ্ক মার্কান্ডের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। শেষেমশ ৬৫ লক্ষ টাকায় মার্কান্ডেকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
তাবরাইজ শামসি অবিক্রিত
টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার প্রথম রাউন্ডে দল খুঁজে পেলেন না।
কাইস আহমেদ অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের কাইস আহমেদ অবিক্রিত।
শাহবাজ নদিমকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শাহবাজ নদিমের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস। তারা বেস প্রাইসেই দলে নেয় নদিমকে।
মহিশ থিকসানাকে দলে নেয় সিএসকে
৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যে মহিশ থিকসানার জন্য দর হাঁকে সিএসকে ও কেকেআর। শেষমেশ ৭০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে নেয় শ্রীলঙ্কার থিকসানাকে।
করণ শর্মা অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের করণ শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
ইশ সোধি অবিক্রিত
৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশ সোধি অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে। আইপিএলে ফের অবিক্রিত থাকেন কিউই তারকা।
অবিক্রিত থাকেন পীযূষ চাওলা, বিরাট সিং, হিম্মত সিং, সচিন বাবি, হরনূর সিং ও হিমাংশু রানা।
রিঙ্কু সিংকে ঘরে ফেরায় কেকেআর
২০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের রিঙ্কু সিংয়ের জন্য দর হাঁকে লখনউ ও কলকাতা। শেষমেশ ৫৫ লক্ষ টাকায় রিঙ্কুকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স।
মনন ভোরাকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস
ভিত্তিমূল্যেই মননকে দলে নেয় লখনউ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন মনন ভোরা।
ললিত যাদবকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
৬৫ লক্ষ টাকায় ললিতকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
রিপল প্যাটেলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
২০ লক্ষ টাকা ভিত্তিমূল্যেই রিপলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
যশ ধুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস
২০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের যশ ধুলকে ৫০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি।
তিলক বর্মাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স
১ কোটি ৭০ লক্ষ টাকায় তিলককে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।