শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১১, ২০২২
news-image

গত বছরটা দুর্দান্ত কাটিয়েছে আর্জেন্টিনা। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে তারা হারায় চিলি ও কলম্বিয়াকে। সবশেষ ২০১৯ সালের জুলাইতে হারের মুখ দেখে আর্জেন্টিনা। এরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা ২৯ ম্যাচ ধরে অপরাজিত।

দুর্দান্ত পারফরম্যান্সে কোপা আমেরিকার শিরোপাধারীরা উন্নতি করেছে ফিফা র‍্যাংকিংয়ে। সেরা চারে ফিরে এসেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই বছরের প্রথম র‍্যাংকিং।

আফ্রিকান নেশন্স কাপ জিতে প্রথমবারের মতো ফিফা র‍্যাংকিংয়ে নিজেদের ইতিহাস সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে সেনেগাল। দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছে সেনেগাল। তাদের আগের সেরা অবস্থান ছিল ২০তম।এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। শীর্ষ দশে পরিবর্তন কেবল এই দুটিই। যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। পরের দুটি স্থানে ব্রাজিল ও ফ্রান্স। আগের মতো ১৮৬তম স্থানে আছে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ পরবর্তী র‍্যাংকিং প্রকাশ করবে ফিফা।