শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮০ গুণ দ্রুততার সঙ্গে গলছে মাউন্ট এভারেস্টে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৯, ২০২২
news-image

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিমবাহ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গলে যাচ্ছে। যতটা সময় নিয়ে হিমবাহ তৈরি হয়, তার চেয়ে ৮০ গুণ দ্রুততার সঙ্গে এটি গলছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহ গলে যাওয়ার ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর সবচেয়ে উঁচু এলাকাতেও পৌঁছে গেছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে।এভারেস্ট চূড়ায় এভাবে হিমবাহ গলে যাওয়া বড় ধরনের বিপর্যয়ের সংকেত হিসেবেই দেখা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, সাউথ কোল হিমবাহে যে বরফ জমাট বাধতে দুই হাজার বছর সময় লেগেছে, তা মাত্র ২৫ বছরে গলে গেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের এক গবেষণায় বলা হয়েছে, এভারেস্টের সাউথ কোল হিমবাহ গত ২৫ বছরে ১৮০ ফুটের বেশি পুরুত্ব হারিয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞানী ও পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে সাউথ কোল হিমবাহে যান। সে দলে ইউনিভার্সিটি অব মেইনের ছয় জন ছিলেন।

তাঁরা একটি ১০ মিটার দীর্ঘ বরফ খণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন।