বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার টিকিট না পেয়ে দল ছাড়লেন জলপাইগুড়ির এক তৃণমূল নেত্রী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০২২
news-image

পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ জেলায় জেলায়। কোথাও টিকিট না পেয়ে ক্ষোভ, কোথাও প্রার্থী বদলের দাবি, কোথাও আবার অন্য দল থেকে আসা নেতাকে প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।

এবার টিকিট না পেয়ে দল ছাড়লেন জলপাইগুড়ির এক তৃণমূল নেত্রী। একসময় জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন যুথিকা রায় বসুনিয়া। পুরসভার ভাইস চেয়ারম্য়ান পদেও ছিলেন তৃণমূলের এই নেত্রী।

গত পুরসভা নির্বাচনে টিকিট দেয়নি দল। এবারও মেলেনি। সেই ক্ষোভেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যুথিকা। জলপাইগুড়ির অনেক পুরনো নেত্রী হিসেবে জেলায় পরিচিতি রয়েছে যুথিকার।