রাজস্থানের রণথম্বোরে বিয়ে সারতে যাচ্ছেন রণবীর-আলিয়া

বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। বলিউডে তাদের বিয়ের তারিখ নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে। অনেকের ধারণা, করোনা মহামারি শুরু না হলে এতদিনে এই জুটি বিয়েটা সেরে ফেলতেন।
এবার শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে আর অপেক্ষা করতে রাজী নন দুজনের কেউই। এখন মহামারির মধ্যেই বিয়ে সেরে নিতে চাইছেন রণবীর- আলিয়া। প্রথমে শোনা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু বলিউডের একটি সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
সূত্রটি আরও জানিয়েছে, রাজস্থানের রণথম্বোরে বিয়ে সারতে যাচ্ছেন রণবীর-আলিয়া। গুঞ্জন রয়েছে, এ কারণেই দুই বছরে দু’বার রণথম্বোর-সফরে গিয়েছিলেন এই জুটি। এরই মধ্যে আলিয়া এবং রণবীরের পরিবার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে এমন কথাও শোনা যাচ্ছে। -আনন্দবাজার