রবিবার, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

11 বছর পর বাড়ি ফিরলেন উত্তর প্রদেশের জব্বার বেগ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২২
news-image

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: দীর্ঘ 11 বছর পর বাড়ি ফিরলেন উত্তর প্রদেশের সোলাপুর জেলার বাসিন্দা জব্বার বেগ (62)।

গত 2রা ফেব্রুয়ারী কাকদ্বীপ স্টেশন থেকে স্থানীয় একটি সেচছাসেবি সংস্থার কর্মীরা তাঁকে উদ্ধার করেন।

তারপর রেল পুলিশের অনুমতি নিয়েই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তার দেখাশোনা করেন।

সেই সঙ্গে হ্যাম রেডিও-কে খবর দেন, হ্যাম রেডিও তার পরিবারের সদস্যদের খুঁজে বের করেন। আজ কাকদ্বীপ থানার IC,SDPO এবং OC সাহেবের উপস্থিতিতে তার বড় ছেলে ও ভাগনার হাতে তুলে দেওয়া হল জব্বার বাবুকে।