উত্তরাখণ্ডে রাহুল, দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার একটি ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা দিতে উত্তরাখণ্ড পৌছাবেন। কংগ্রেস নেতার এই সফরকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উত্তরাখণ্ড কংগ্রেসের দায়িত্বে থাকা দেবেন্দর যাদব জানিয়েছেন যে গান্ধী হরিদ্বার এবং হলদওয়ানি বিধানসভা আসনে ভার্চুয়াল ভোট প্রচার করবেন। অন্যদিকে, বুধবার উত্তরাখণ্ড নির্বাচনের জন্য কংগ্রেসের ইশতেহার প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ।
ইশতেহারে পুলিস বিভাগে নারীদের জন্য ৪০ শতাংশ চাকরির সংরক্ষণ, চার লক্ষ মানুষের চাকরি এবং একটি ‘পর্যটন পুলিস’ বাহিনী গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
‘উত্তরাখণ্ড স্বাভিমান প্রতিজ্ঞা পত্র’ নামক ইশতেহারে ৪০ শতাংশ সরকারি চাকরিতে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার এবং এলপিজির দাম ৫০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।উত্তরাখণ্ডে ১৪ ডিসেম্বর ভোট হবে। ভোট গননার দিন ১০ মার্চ।